প্রথম ভাগ : শুরু

mir | 5:56 PM |

ইন্সটলেশন

এখান থেকে পার্ল download করে নিন
















পার্ল  হচ্ছে একটা scripting language. Scripting language আসলে এক ধরনের প্রোগ্রামিং  ভাষা যা কিনা ব্যবহার করা হয় স্ক্রিপ্টিং  এর জন্য। এর অর্থ এই ভাষা ব্যবহার করে আমরা একটা বিভিন্ন সমস্স্যার সমাধান করতে  পারি আর সব ভাষা র মতই।তবে এই ভাষাগুলো বিভিন্ন ধরনের কাজ গুলো আরো অনেক সহজে গুছিয়ে করতে পারে।  কিভাবে সেটা আমরা একটু একটু করে শিখতে শিক্ষতে বুঝতে পারব।




Perl এর পূর্ণরূপ হচ্ছে Practical Extraction and Reporting Language. নাম শুনেই বোঝা যাচ্ছে এই ভাষা তৈরির মূল উদ্দেশ্শই হচ্ছে extraction and reporting . perl

প্রথম পার্ল প্রোগ্রাম :

আমরা আমাদের প্রথম Perl  প্রোগ্রাম লেখার জন্য একটি যেকোনো Text editor [notepad, textpad অথবা আমাদের যার যেটা পছন্দ এমন কিছু ] এ একটি new ফাইল open করব। তারপর তাতে লিখব নিচের অংশটুকু -
     #!/usr/local/bin/perl
     print "Hello World!\n";
এরপর save করব। ধরা যাক আমরা D ড্রাইভ এর  perl_stuffs ফোল্ডার এ আমাদের ফাইল টিকে hello.pl নাম দিয়ে save করেছি। কমান্ড প্রম্পট থেকে  D:\perl_stuffs\ ডিরেক্টরি তে গিয়ে এখন আমরা লিখব 
D:\perl_stuffs\> perl hello.pl
আমরা আউটপুট দেক্খতে পাব এরকম 
Hello World!

No comments:

Post a Comment

নবীশদের জন্য পার্ল © 2013. All Rights Reserved | Powered by:Blogger

Designed by:Windroidclub